প্রোসেসরের
জেনারেশনের উপর কী কম্পিউটারের পারফর্মেন্স নির্ভর করে?
আমরা সকলেই জানি বিশ্বের প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান
গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো Intel এবং AMD. আমরা আজ কথা বলবো
Intel প্রসেসর
এর জেনারেশন কীভাবে কম্পিউটারের পার্ফরমেন্স কে প্রভাবিত করে।
সত্যিই কী প্রসেসর
এর জেনারেশন কম্পিউটারের পারফর্মেন্স কে প্রভাবিত করে? এই প্রশ্নের উত্তর পেতে হলে
আগে আমাদের জানতে হবে কীভাবে প্রসেসর কি এবং কিভাবে কাজ করে।
প্রসেসর কী?
প্রসেসর হলো কম্পিউটারের
অন্যতম প্রধান হার্ডওয়্যার।
মূলত একে CPU = Central Processing Unit (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) বলে। প্রকৃত অর্থে মাইক্রো প্রসেসর একটি সয়ংসম্পন্ন এবং প্রোগ্রামেবল
গানিতিক ইন্জিন। যা ইন্সটকশনের মাধ্যমে কম্পিউটারের
যাবতীয় অপারেশন নিয়ন্ত্রণ
এবং সম্পাদন করে। অর্থাৎ আমরা যখন কম্পিউটার চালানোর সময় বিভিন্ন কমান্ড দিয়ে থাকি, সেগুলোকে প্রসেসর প্রসেসিং
করে আমাদের ডিসপ্লেতে
শো করে।
প্রসেসর
কীভাবে কাজ করে?
আমরা ইনপুট ডিভাইসের মাধ্যমে (যেমন mouse, keyboard ) কম্পিউটারকে command করি। এই ইনপুট ডিভাইস গুলো থেকে
কমান্ড গুলো RAM এ জমা হয়। RAM এ জমা হওয়া কমান্ড গুলো তারপর প্রসেসর এ যায় এবং প্রসেসর
কমান্ড গুলো কে এক্সিকিউট করে তার ফলাফল আউটপুট ডিভাইস যেমন মনিটর এ প্রদর্শন করে।
প্রসেসর এর কোর কীভাবে কাজ করে?
প্রসেসর এর কোর হচ্ছে CPU তে থাকা পৃথক প্রসেসিং ইউনিট। একটি
প্রসেসর এর কোর যত বেশি হবে তার প্রসেসিং অ্যাবিলিটিও তত বেশি হবে।
প্রোসেসরের জেনারেশন কীভাবে কম্পিউটারের পারফর্মেন্স কে প্রভাবিত
করে?
এখন আশা যাক আমাদের প্রধান প্রশ্নে, প্রোসেসরের জেনারেশন
কীভাবে কম্পিউটারের পারফর্মেন্স কে প্রভাবিত করে? প্রসেসরের কোর গুলো তৈরি হয় ছোট ছোট
ট্রানজিস্টার দ্বারা। এই ট্রানজিস্টার গুলো যত শক্তিশালী হবে প্রসেসরের পারফর্মেন্স
বা কর্মদক্ষতাও তত ভালো হবে এবং পাওয়ার কনজামশন ও তত কম হবে। মূলত এখানেই চলে আসে প্রসসরের
জেনারেশনের প্রসঙ্গ। একই কোর বিশিষ্ট্য প্রসেসর এর জেনরেশন পরিবর্তন হওয়ার অর্থ হচ্ছে,
তার কোর সংখ্যা একই থাকে কিন্তু কোর এর ট্রানজিস্টরের ক্ষমতা বেশি হয়। সুতরাং জেনারেশন যত নতুন প্রোসেসর এর পারফর্মেন্সও পূর্বের তুলনায় আরও ভালো

Comments
There are no comments for this Article.